সাকিবের সাথে লড়াইয়ে তিনজন

বিপিএলে চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন সাকিব আল হাসান। ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই দুর্দান্ত সাকিব। তার দলও উঠেছে ফাইনালে। আজ তারা নামবে শিরোপা লড়াইয়ে।

চলতি বিপিএলে সাকিব আল হাসান রান করেছেন ২৯৮। আজ ফাইনাল ম্যাচটির আগেই তিনি উইকেট শিকার করেছেন ২২টি যা কোন বিপিএলের এক টুর্নামেন্টে সর্বোচ্চ। যদি আজকে তিনি ঢাকাকে শিরোপা জিতাতে পারেন তাহলে তিনিই হবেন নিশ্চিত ভাবে টুর্নামেন্ট সেরা খেলোয়ার।

তবে সাকিবের থেকে বেশি পিছিয়ে নেই রংপুরের বিদেশি তারকা রাইলি রুশো। এক আসরে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়া রুশো এবার করেছেন ৫৫৮ রান।

এছাড়া সুনিল নারিনেরও সুযোগ রয়েছে এই শিরোপা জিতার ক্ষেত্রে। ব্যাট হাতে ক্যারিবিয়ান এই তারকা করেছেন ২৭৯ রান এবং বল হাতে নিয়েছেন ১৮ টি উইকেট।

তবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তারকা সাইফউদ্দিনেরও সুযোগ রয়েছে এই পুরষ্কার জয়ের। ব্যাট হাতে তেমন কিছু করতে না পারলেও বল হাতে ১৮ উইকেট নিয়েছেন তিনি। তবে সাকিব এবং রুশোর মধ্যেই যে লড়াইটা হবে শেষ পর্যন্ত সেটা অনেকটাই নিশ্চিত।