টুয়েন্টিতে টেস্ট খেলে সমালোচনায় ধোনি

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টুয়েন্টিতে মাত্র ১২৬ রান করেছিল ভারত। সর্বোচ্চ ৫০ রান করেছিল লুকেশ রাহুল। ৩৬ বলে ৫০ রান করেছিলেন তিনি। ভিরাট কোহলি করেছেন ১৭ বলে ২৪।

কোহলির থেকে ৫ রান বেশি অর্থাৎ ২৯ রান করেছিলেন ধোনি। কিন্তু তারপরও সবাই তার সমালোচনায় মুখর। কিন্তু কেন?

কারন, ধোনি এই ২৯ রান করেছেন রীতিমত টেষ্ট মেজাজে। ৩৭ বলে করেছেন ২৯ রান। তার চেয়েও বড় কথা হল এই ৩৭ বলের মধ্যে ১৭টি ছিল ডট বল।

তাই ধোনির ফিটনেস নিয়েও প্রশ্ন উঠেছে। কেননা, অনেক সময় সিঙ্গেল নেয়ার সুযোগ পেলেও দৌড়াননি তিনি। তাই ধোনির এই খেলা প্রশ্ন তুলে দিয়ে গেল তার ফিটনেসের। একই সাথে রসদ পেয়ে গেল সমালোচকরা।