টেস্ট দলে তাসকিনের পরিবর্তে ডাক পাওয়া পেসারের নাম ঘোষণা

গত শুক্রবার (১ ফেব্রুয়ারি) চিটাগং ভাইকিংসের বিপক্ষে সিলেট সিক্সার্সের শেষ ম্যাচে ফিল্ডিং করার সময় পায়ে চোট পান পেসার তাসকিন আহমেদ। যার ফলে দীর্ঘদিন পর জাতীয় দলে ডাক পেয়েও আসন্ন নিউজিল্যান্ড সফরে যাওয়া হচ্ছে না তার।

তাসকিনের ইনজুরিতে কপাল খুলেছে পেসার এবাদত হোসেন। তার পরিবর্তে বাংলাদেশের টেস্ট দলে ডাক পেয়েছেন তিনি। বাংলাদেশ টেস্ট দলে ইবাদত হোসেনকে জায়গা দেওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

চলতি বিপিএলে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে ৫ উইকেট শিকার করেছেন সিলেট সিক্সার্সের ডানহাতি পেসার এবাদত হোসেন। চিটাগংয়ের বিপক্ষে শেষ ম্যাচে ১৭ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছিলেন তিনি। প্রায় ১৪০ গতিতে বোলিং করতে পারা এই ক্রিকেটারকে তাই এবার টেস্ট দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াডঃ সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহীম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আবু জায়েদ রাহী, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান এবং এবাদত হোসেন।