ডিপিএলের ম্যাচগুলো সরাসরি সম্প্রচারে আগ্রহ নেই টিভি চ্যানেলগুলোর

আগামী ৮ মার্চ মাঠে গড়াবে ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেটের আসন্ন মৌসুম। তবে এ আসরের ওয়ানডে ফরম্যাট মাঠে গড়ানোর আগে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট।

আর সেই টি-টোয়েন্টি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে আগামী ২৫ ফেব্রুয়ারি। ১২ দল নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি লিগ। ২৫ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট চলবে ৩ মার্চ পর্যন্ত।

এদিকে প্রতি বছরই ডিপিএলের ম্যাচগুলো টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে বলেই ক্রিকেট কর্তারা আশ্বাস দেন। কিন্তু টিভিতে সম্প্রচার করা হয় না ম্যাচগুলো। গাজি টিভি বিপিএলের ম্যাচ সরাসরি সম্প্রচার করে থাকে কিন্তু ডিপিএলের ম্যাচগুলো সম্প্রচারে তাদের কোনো আগ্রহ নেই।

সিসিডিএম চেয়ারম্যান কাজি এনাম আহমেদ এ প্রসঙ্গে বলেন, ‘আমরা গাজি টিভির সঙ্গে সরাসরি কথা বলবো। তারা যদি এবারের টি-টোয়েন্টি ম্যাচ দেখায়। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু অনেকবার কোনো প্রকার আগ্রহ পাই নি। যদি আগ্রহ পায় তাহলে অবশ্যই টিভিতে খেলা দেখানোর ব্যবস্থা করা হবে।’