ডিপিএলে কোন দলের কত টাকা খরচ হয়েছে দেখে নিন

আগামী ৮ মার্চ মাঠে গড়াবে ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেটের আসন্ন মৌসুম। আর আসন্ন আসরকে সামনে রেখে গতকাল সোমবার (১৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স ড্রাফট।

আগে থেকেই তিনজন করে খেলোয়াড় ধরে রাখার পর ড্রাফট থেকে পছন্দের খেলোয়াড় নিয়ে দল সাজিয়েছে সব গুলো ক্লাব। দল সাজাতে কোন দল কত টাকা খরচ করেছে তা একনজরে দেখে নিন-

ডিপিএলের এবারের মৌসুমের প্লেয়ার্স ড্রাফটে মোট খরচ করা হয়েছে ১৮ কোটি ৬২ লক্ষ টাকা। দল সাজাতে সবচেয়ে বেশি ২২,১০০,০০০ টাকা খরচ করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড। সবচেয়ে কম ৩,৮৫০,০০০ টাকা খরচ করেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান।

দেখে নিন তালিকাটি-

শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড (২২,১০০,০০০ টাকা)- নাসির হোসেন, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ শহিদুল ইসলাম, ইমতিয়াজ হোসেন তান্না, তাইজুল ইসলাম, ফারদিন হাসান অনি, মাহমুদুল্লাহ রিয়াদ, এনামুল হক, সালাউদ্দিন শাকিল, রাকিন আহমেদ, খালেদ আহমেদ, মিনহাজুল আবেদিন আফ্রিদি, জিয়াউর রহমান, নুরুল হাসান সোহান, তানবীর হায়দার।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব (২১,৮০০,০০০ টাকা)- এনামুল হক বিজয়, অলক কাপালি, আব্দুর রাজ্জাক, নাহিদুল ইসলাম, মোহর শেখ অন্তর, আল আমিন হোসেন, মনির হোসেন, সালমান হোসেন ইমন, নাইম হাসান, নাজমুল মিলন, নুর আলম সাদ্দাম, ইমরান আলি, আরিফুল হক, জাকির হাসান, মোহাম্মদ আল আমিন।

মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড (২১,২০০,০০০ টাকা)- আব্দুল মজিদ, শফিউল ইসলাম, নিহাদ্দুজামান, নাদিফ চৌধুরী, সোহাগ গাজি, অভিশেক মিত্র, লিটন দাস, আলাউদ্দিন বাবু, মোহাম্মদ আশরাফুল, রাহাতুল ফেরদৌস, মোহাম্মদ আজিম, মোহাম্মদ নুরুজ্জামান, রকিবুল হাসান, কাজি অনিক ইসলাম, ইরফান শুক্কুর।

আবাহনী লিমিটেড (২০,৯০০,০০০)-রুবেল হোসেন, সৌম্য সরকার, জহুরুল ইসলাম অমি, দেলোয়ার হোসেন, মেহেদি হাসান মিরাজ, টিপু সুলতান, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মুর্তজা, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত।

লিজেন্ডস অব রূপগঞ্জ (১৮,৭৫০,০০০ টাকা)-মমিনুল হক, জাকির আলি, মোহাম্মদ শহীদ, শাহরিয়ার নাফিজ, নাবিল সামাদ, আসিফ আহমেদ, আজমির আহমেদ, শুভাশিস রয়, মুক্তার আলি, মিনহাজুর রহমান, সালাউদ্দিন পাপ্পু, নাঈম ইসলাম, নাঈম শেখ, আসিফ হাসান।

গাজী গ্রুপ ক্রিকেটার্স (১৮,৬০০,০০০ টাকা)-রনি তালুকদার, শামসুর রহমান শুভ, খন্দকার মোশাররফ হোসেন, মোহাম্মদ কামরুল ইসলাম রাব্বি, আল আমিন হোসেন, মোহাম্মদ রায়হান উদ্দিন, শামসুল ইসলাম অনিক, মেহেদি হাসান রানা, তাসামুল হক, ওয়ালিউল করিম রনি, ইমরুল কায়েস, মেহেদি হাসান, আবু হায়দার রনি।

প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব (১৭,৯৫০,০০০ টাকা)-তাইবুর রহমান পারভেজ, সাইফ হাসান, মোহাম্মদ সৈকত আলি, মোহাম্মদ মাহমুদুল হাসান লিমন, আবু জায়েদ রাহি, মোহাম্মদ জশিমউদ্দিন, আরাফাত সানি জুনিয়র, ফরহাদ রেজা, মার্শাল আইয়ুব, আরাফাত সানি।

শাইনপুকুর ক্রিকেট ক্লাব (১৪,৯৫০,০০০ টাকা)-সোহরাওয়ার্দী শুভ, ধিমান ঘোষ, শরিফুল ইসলাম, মোহাম্মদ রাকিব, সাব্বির হোসেন, মুস্তাফিজুর রহমান, সাদমান ইসলাম অনিক, শুভাগত হোম, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়।

ব্রাদার্স ইউনিয়ন (১১,১০০,০০০ টাকা)-ফজলে রাব্বি, মোহাম্মদ শরিফুল্লাহ, নাঈম ইসলাম জুনিয়র, এবাদত হোসেন, হামিদুল ইসলাম হিমেল, আশিকুজ্জামান আশিক, হাবিবুর রহমান জনি, জুনায়েদ সিদ্দিক, মিজানুর রহমান, ইয়াসির আলি চৌধুরি।

উত্তরা স্পোর্টিং ক্লাব (৮,৭৫০,০০০ টাকা)-তানজিদ হাসান, মিনহাজ খান রিফাত, শাকির হোসেন শুভ্র, সাজ্জাদ হোসেন, জাহাঙ্গির আলম, শেখ হুমায়ুন, মোহাইমিনুল খান, নাজমুল ইসলাম অপু, সাব্বির রহমান, সানজামুল ইসলাম।

খেলাঘর সমাজ কল্যাণ সমিতি (৭,০৫০,০০০ টাকা)-রবিউল হক, মইনুল ইসলাম সোহেল, অমিত মজুমদার, মোহাম্মদ মাসুম খান, রাফসান আল মাহমুদ, মোহাম্মদ নাজিমুদ্দিন, আব্দুল হালিম, রবিউল ইসলাম রবি, মাহিদুল ইসলাম অঙ্কন, তানভির ইসলাম।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (৩,৮৫০,০০০ টাকা)-মাহমুদুল হাসান জয়, মুকিদুল হাসান জয়, সুমন খান, আমিনুল ইসলাম বিপ্লব, রাতুল খান, আব্দুল কাইয়ুম, হাসান মুরাদ, নওশাদ ইকবাল, শামিম হোসেন, আকবর আলি, পারভেজ হোসেন।