ড্রাফটে থাকছে ৩০০ জন ক্রিকেটার

আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএলের প্লেয়ার ড্রাফটে ৩০০ জন ক্রিকেটারের নাম তোলা হবে। সিসিডিএম সদস্য সচিব আলি হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এই ৩০০ জনের মধ্যে কারা থাকবে তা এখনো চুড়ান্ত করা হয়নি। এগুলো চুড়ান্ত করে ক্লাব গুলোর নিকট পাঠানো হবে। ১৮ তারিখে প্লেয়ার বাই চয়েজ পদ্ধতিতে দল গঠন করা হবে ক্লাব গুলোর।

এদিকে জাতীয় দলের ক্রিকেটাররা এই টুর্নামেন্টে খেলবেন না তা অনেকটাই নিশ্চিত। তবে যদি কেউ খেলে তাহলে তার সাথে সেভাবেই চুক্তি করা হবে।

ড্রাফটে থাকা খেলোয়াড়দের মূল্যও চুড়ান্ত করা হয়েছে। সর্বোচ্চ ২৮ লাখ থেকে সর্বনিন্ম দাম হবে তিন লাখ টাকা।