ঢাকাকে হারিয়ে শেষ চারে যাওয়া চিটাগাং বিদায় নিল ঢাকার কাছে হেরেই

ঢাকা এবং চিটাগাং ভাইকিংসের মধ্যকার মিল অনেক। দুটি দলের মধ্যে এবারের বিপিএলে ছিল বেশ ভালো রকমের বন্ধন। বিপিএলে প্রথম থেকেই দুর্দান্ত গতিতে ছুটছিল চিটাগাং ভাইকিংস। চট্টগ্রামে যাওয়ার আগে পয়েন্ট তালিকায় শীর্ষ স্থানেও উঠেছিল দলটি।

প্রথম সাত ম্যাচের ৬টি ম্যাচেই তারা জয় পায়। আর এই জয়ে ১২ পয়েন্ট অর্জন করে সবার আগে শেষ চার নিশ্চিতের পথে এগিয়ে যায় তারা। কিন্তু এরপরই হারতে শুরু করে দলটি। টানা তিন ম্যাচ হারের পর ১১তম ম্যাচে তারা আবারও মুখোমুখি হয় ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে এবং সেই ম্যাচে জয় লাভ করেই শেষ চার নিশ্চিত করে ভাইকিংস।

পয়েন্ট তালিকায় তিনে থেকে বিপিএল শেষ করায় এবং ঢাকা পয়েন্ট তালিকায় চারে থাকায় এলিমিনেটর ম্যাচে আবার তারাই মুখোমুখি হয়। আর এবার ঢাকার কাছে হেরে যায় তারা।

যে ঢাকাকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছিল চিটাগাং ভাইকিংস, সেই ঢাকার কাছেই হেরে টুর্নামেন্ট থেকেই বিদায় নেয় তারা।