ঢাকার চতুর্থ নাকি কুমিল্লার দ্বিতীয়!

আজ শুক্রবার (৮ই ফেব্রুয়ারি) ফাইনাল দিয়ে পর্দা নামবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের। আজ মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডায়নামাইটস। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাতটায়।

এখন পর্যন্ত বিপিএলের পাঁচ আসরে সর্বোচ্চ সংখ্যক শিরোপা জয়ের দেখা পেয়েছে ঢাকা ডায়নামাইটস। বিপিএলের প্রথম দুই আসরে শিরোপার দেখা পেয়েছিল তারা। তখন দলটির নাম ছিল ঢাকা গ্লাডিয়েটর্স। তবে ফিক্সিংয়ের দায়ে দলটি নিষিদ্ধ হওয়ার পর নতুন মালিকানায় বিপিএলে ফিরে আসে ঢাকা ডায়নামাইটস।

বিপিএলের তৃতীয় আসরে ফিরলেও চতুর্থ আসরে শিরোপার দেখা পায় তারা। এবার তাদের সামনে সুযোগ রয়েছে চতুর্থ শিরোপা ঘরে তোলার। অন্যদিকে বিপিএলের তৃতীয় আসরে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে প্রথম শিরোপা ঘরে তুলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবার তাদের সামনে দ্বিতীয় শিরোপা ঘরে তোলার সুযোগ।