ঢাকা-কুমিল্লার লড়াইয়ে অন্যরকম সমীকরণ

বিপিএলের ফাইনালে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম ঢাকা ডায়নামাইটস। এই দুই দলের শিরোপা লড়াইয়ের মাঝেও চলছে আরেক লড়াই। সেই লড়াইয়ের নাম ব্যক্তিগত পারফর্মেন্স।

ঢাকা এবং কুমিল্লার মধ্যে ঢাকা একটি ম্যাচ বেশি খেলার সুযোগ পেয়েছে। অন্যদিকে একটি ম্যাচ কম খেলেছে কুমিল্লা। তবে বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারি বোলারদের তালিকায় শীর্ষ দশে আছেন ঢাকা ডায়নামাইটসের তিন তারকা এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দুই তারকা। তাই দুই দলের বোলিং বিভাগেও হবে লড়াই।

বিপিএলে সর্বোচ্চ ২২টি উইকেট ঢাকার তারকা সাকিব আল হাসানের। ২১টি উইকেট নিয়েছেন রুবেল হোসেন। এছাড়া ১৮টি উইকেট নিয়েছেন সুনিল নারিন।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দুই বোলার আছেন শীর্ষ দশে। এরা হলেন সাইফউদ্দিন এবং আফ্রিদি। সাইফউদ্দিনের উইকেট ১৮টি এবং আফ্রিদির উইকেট ১৬টি।