তাকে থামাতে অস্ট্রেলিয়া কঠিন সমস্যায় পড়বে : ম্যাথু হেইডেন

ঘরের মাঠে ভারতের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের কোনোটিতেই জয় পায়নি অস্ট্রেলিয়া। এবার ভারতের মাটিতে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে দুইটি টি-টোয়েন্টি ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।

আর এই সিরিজে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে থামাতে অস্ট্রেলিয়াকে কঠিন সমস্যায় পড়তে হবে বলেই মনে করছেন সাবেক অস্ট্রেলিয়ান তারকা ম্যাথু হেইডেন। তিনি বলেন, ‘আসন্ন সিরিজে কোহলিকে থামাতে সমস্যায় পড়বে অস্ট্রেলিয়া।’

তিনি আরো বলেন, ‘অস্ট্রেলিয়ায় কিছুদিন আগে হওয়া সিরিজে রিচার্ডসনের বিরুদ্ধে খুব একটা স্বচ্ছন্দ দেখায়নি কোহলিকে। দারুণ বল করেছিল। কিন্তু, ভারতে একেবারেই অন্য খেলা হবে বলে মনে হচ্ছে। জাই একেবারেই তরুণ। ভারতে খেলার বিশেষ অভিজ্ঞতা ওর নেই। তাই এবার বিরাট দাপট দেখাবে বলেই মনে হচ্ছে।’

এদিকে অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার জেসন বেহরনডর্ফের সঙ্গে ভারতীয় ওপেনার রোহিত শর্মার লড়াইটা জমে উঠবে বলেই মানছেন হেইডেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘২৮ বছর বয়সী বেহরনডর্ফ বেশ লম্বা। ওর হাতে ভাল গতি রয়েছে। উইকেট লক্ষ্য করে বল করে। যা নিঃসন্দেহে চ্যালেঞ্জের। তবে রোহিত এখন ওর খেলার সেরা ছন্দে রয়েছে।’