তামিমের টর্নেডো সেঞ্চুরিতে ঢাকাকে বিশাল রানের টার্গেট দিল কুমিল্লা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের ফাইনালে আজ শুক্রবার (৮ই ফেব্রুয়ারি) কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডায়নামাইটস। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালের লড়াই শুরু হয় বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হয় সন্ধ্যা সাতটায়। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা ডায়নামাইটস অধিনায়ক সাকিব আল হাসান।

ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি কুমিল্লার। দলীয় দ্বিতীয় ওভারের রুবেলের ৫ বলে এলভির ফাঁদে পড়ের ওপেনার এভিন লুইস। যদিও রিভিউ নিয়েছিলেন। কিন্তু রিভিউতে রক্ষা হয়নি। ৭ বলে ১ চারে ৬ রান করে ফিরে যান লুইস। তবে লুইস আউট হলেও চার-ছয় হাঁকাতে থাকেন তামিম। তবে নিজেকে কিছুটা গুটিয়ে রাখেন এনামুল।

এনামুলকে সঙ্গে নিয়ে ৪২ বলে ৫৩ রানের পার্টনারশিপ পূর্ণ করেন। তবে নবম ওভারের শেষ বলে রাসেলের হাতে ধরা পড়ে ছিলেন। কিন্তু একটুর জন্য কটটি মিস করেন রাসেল। জীবন পেয়ে ব্যাটিংয়ে ঝড় তোলেন তামিম। ৩১ বলে তুলে নিলেন নিজের আরেকটি অর্ধশতক। ২ ছয় ও ৫ চারে নিজে অর্ধশতকটি তুলেন। তামিমের অর্ধশতকে হাঁকানোর পর দলে ছন্দ পতন দেখায়।

সাকিবের এলভির ফাঁদে পড়ের এনামূল। ৩০ বলে ২৪ রান করে ফিরে যান তিনি। তবে রিভিউ না থাকায় আউট না হলেও আউট হন তিনি। পরে ওভারে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফিরে যান শামসুর রহমান। কোন রান না করেই ফিরে যান তিনি।

তবে টর্নেডো ব্যাটিংয়ে ৫১ বলে ১০৩ রান করেন নিজের মাইলফলক স্পর্শ করলেন তামিম। এবারের এটি তার প্রথম সেঞ্চুরি। বিপিএলে সেঞ্চুরি দেশিয় ক্রিকেটার হিসেবে রেকর্ড সৃষ্টি করলেন। ১১টি ছক্কা ও ১০ টি চার হাঁকিয়ে ৬১ বলে ১৪১ রান করেন অপরাজিত থাকেন তামিম। কায়েস ২১ বলে ১৭ রান করেন। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৯৯ রান করে কুমিল্লা। জিততে হরে ২০ ওভারে ২০০ রান করতে হবে ঢাকাকে।