তামিমের প্রথম, সাকিবের তৃতীয়

চলতি বিপিএলের ৬ষ্ঠ আসরের পর্দা নামবে আগামীকাল। মুখোমুখি হবে কুমিল্লা ও ঢাকা। আর এইবারের আসরের ফাইনালে লড়াই হবে তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের দলের মধ্যে। জাতীয় দলে এবং খেলার বাইরে দুইজন একে অন্যের বন্ধু হলেও আগামীকাল মাঠে তারা একে অন্যের শত্রুতে পরিণত হবে।

বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নির্ভর যোগ্য তারকা তামিম ইকবাল। অন্যদিকে ঢাকা ডায়নামাইটসের নির্ভরযোগ্য তারকার নাম সাকিব আল হাসান। এই দুজনে আবার বেশ ভালো বন্ধুও। জাতীয় দলের এই দুই সতীর্থের এবার লড়াই হবে ফাইনালে।

গ্রুপ পর্বে সাকিব আল হাসান এবং তামিম ইকবালের দলের মধ্যকার দুটি ম্যাচেই শেষ হাসি হেসেছিল তামিম ইকবাল। দুই ম্যাচের একটিতে তামিম করেন ৩৪ রান এবং অপরটিতে করেন ৩৮ রান। সাকিব আল হাসান এই দুই ম্যাচে উইকেট নিয়েছেন মোট ৫টি। রান করেছেন ২০ এবং ৭।

এবার আবারও দুই তারকা মুখোমুখি হতে যাচ্ছে ফাইনাল এবং সর্বশেষ ধাপে। এই ধাপে শেষ হাসি কে হাসবে? কুমিল্লা জিতলে প্রথমবারের মতো শিরোপার স্বাদ তামিম আর ঢাকা জিতলে তৃতীয়বারের মতো শিরোপার স্বাদ পাবেন সাকিব।