তামিম-মুশফিকের বাকযুদ্ধ নিয়ে মুখ খুললেন মাশরাফি

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচেই হেরেছে বাংলাদেশ দল। আজ সিরিজের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের দেয়া ৩৩১ রানের জবাবে ব্যাট করতে নেমে ৪৭.২ ওভারে ২৪২ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ দল।

হোয়াইটওয়াশ হওয়া ম্যাচের একটি ঘটনা নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। মূলত ডাগআউটে মুশফিকুর রহিমের সাথে তামিম ইকবালের উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা দিয়েছিল। আর সেই ঘটনা বিতর্ক মনে হলেও তেমন কিছু ছিল না বলেই জানিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

ট্রেন্ট বোল্টের বলে আঙুলে চোট পান মুশফিক। এরপর মাঠে ফিজিও এসে প্রাথমিক চিকিৎসা দেন। কিন্তু এরপর ইনিংস বড় করতে পারেননি মুশফিক। সাঝঘরে ফিরে মুশফিক তার আঙুলের চোট তামিমকে দেখাচ্ছিলেন। নখ ফেটে গেছে মুশফিকের। এটিই তামিমকে দেখাচ্ছিলেন মুশফিক।

এ প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘মুশফিক হাতে ব্যথা পেয়েছিল এটাই দেখা যাচ্ছে। ওর আঙুলের নখ ফেটে গিয়েছিল। তামিমকে সে এটাই দেখাচ্ছিল এবং সে বুঝাতে চাচ্ছিল হাতে ব্যথা করছে। কিন্তু যে যা বুঝছে সেটা ভুক বুঝেছে।’