তুমিও নতুন আমিও নতুন, চল হাত মেলাই: বাণিজ্যমন্ত্রী

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার আজ ৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন। এ সময় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলারকে ‘খোলা মনে’ দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

এরপরে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গণমাধ্যমকে বলেন, ‘বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ৬ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে। আর যুক্তরাষ্ট্র বাংলাদেশে ১ দশমিক ৭ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে। তারা এটা বাড়াতে চায়। আমি বলেছি, আমাদের দেশে বিনিয়োগ কর, ব্যবসা সহজকরণ করে দেব।’

এর আগে গত ১৮ নভেম্বর বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব নেন মিলার। সেই প্রসঙ্গ টেনে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘উনিও দুই মাস হয়েছে এসেছেন, আমি বললাম, তুমিও নতুন, আমি হচ্ছি এক মাস (দায়িত্বে), চল হাত মেলাই একসাথে সামনের দিকে আমরা ব্যবসা-বাণিজ্য কী করতে পারি।’ এ সময় তিনি বলেছেন, আমি তোমাদের বড় একজন সেলসম্যান হতে পারব তোমাদের পক্ষে।

এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দিল্লিতে যারা এসে ঘুরে যায় তাদের সে (রাষ্ট্রদূত) বাংলাদেশে ডাকতে চেয়েছে। ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে কমার্শিয়াল কাউন্সেলর নেই সেটা নিয়ে কথা হয়েছে, উনি বলেছেন খুব শিগগিরই এর ব্যবস্থা হবে। আমরা দুজন একসাথে কাজ করে বাণিজ্য বাড়াতে চাই।’

এ সময় বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘তাদের লোকদের এই মেসেজটা পৌঁছে দিতে অনুরোধ করেছি। জিএসপির সমস্যাও দেখবেন বলে আশ্বাস দিয়েছেন নতুন রাষ্ট্রদূত। আমার মনে হয়েছে উনি খুবই পজিটিভ মানুষ। সামনের দিনগুলোতে দুজন একসাথে কাজ করলে আমাদের ব্যবসা ইমপ্রুভ করবে।’

এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, ‘কেমন করে ব্যবসা বাড়ানো যায়, কেমন করে একসাথে কাজ করতে পারি সেসব বিষয়ে আলোচনা হয়েছে। নতুন বিনিয়োগ যেন আসে সেই চেষ্টা করবেন বলে রাষ্ট্রদূত জানিয়েছেন।’