থিসারা পেরেরার বলেই সর্বনাশ সাকিবের

নবম ওভারের শেষ বলে থারাঙ্গা আউট হলে সাকিব মাঠে নামেন। পরের ওভারে আফ্রিদির বলে প্রথম বলে এক রান নেন। ঐ ওভারে আরেকটি বল মোকাবেলা করেন সাকিব

পরের ওভারে থিসারা পেরেরা আসে বোলিংয়ে। এই ওভারের তৃতীয় বলে সাকিব এক রান নিয়ে স্ট্রাইক দেন রনিকে। পরের বলে আবার এক রান নিয়ে রনি স্ট্রাইক দেন সাকিবকে। আর এই বলটিই হয়ে যায় সাকিবের সর্বনাশের কারন।

পেরেরার করা এই বলটি সাকিবের গ্লাভসে গিয়ে লাগে। আর তখনই চোট পান বাঁহাতের অনামিকায়। পরের ওভারে ওহাব রিয়াজের বলে সাকিব আউট হয়ে যান।

কিন্তু পেরেরার ঐ বলটিই হয়ে থাকে সাকিবের সর্বনাশের মুল। শুধু সাকিব নয়, ঐ বলটি এখন বাংলাদেশকেও কাঁদাচ্ছে।

কেননা, ম্যাচ শেষে স্ক্যান করানোর পর জানা যায়, তার আঙুলে চির ধরেছে। যদিও বিসিবি আনুষ্ঠানিক কিছু বলেনি, তবে জানাগেছে, তাকে অন্তত ১ মাস বিশ্রামে থাকতে হবে।