দর্শকদের জন্য দারুণ সুখবর, বিনা টিকিটে দেখা যাবে ডিপিএল টি-টোয়েন্টি

আগামী ৮ মার্চ মাঠে গড়াবে ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেটের আসন্ন মৌসুম। তবে ডিপিএলের ওয়ানডে ফরম্যাট মাঠে গড়ানোর আগে আগামী ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট।

১২ দল নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি লিগ। ২৫ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট চলবে ৩ মার্চ পর্যন্ত। আগামী ২৫, ২৬ ও ২৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি লিগের গ্রুপ পর্বের ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

টি-টোয়েন্টি লিগের গ্রুপ পর্বের ম্যাচগুলো ফতুল্লা ও মিরপুরে অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি লিগের দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১ মার্চ। মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৩ মার্চ দিবারাত্রির ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।

ডিপিএলের বেশ কয়েকটি ম্যাচ টিভির পর্দায় সম্প্রচার হওয়ার সম্ভাবনা আছে। একই সঙ্গে আসরকে জমজমাট করতে গ্রুপপর্বের ম্যাচগুলো টিকিট ছাড়াই দেখতে পারবে বলেই জানিয়েছেন ডিপিএলের আয়োজক সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আপাতত প্রথম রাউন্ডে কোনো টিকিটের ব্যবস্থা থাকছে না। দর্শকের আগ্রহ দেখার পর সেমিফাইনাল এবং ফাইনালের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’

ডিপিএল টি-টোয়েন্টির গ্রুপ-

গ্রুপ ‘এ’
আবাহনী লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড ও ব্রাদার্স ইউনিয়ন।

গ্রুপ ‘বি’
শেখ জামাল ধানমন্ডি ক্লাব, খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ও উত্তরা স্পোর্টিং ক্লাব।

গ্রুপ ‘সি’
লিজেন্ডস অব রুপগঞ্জ, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব।

গ্রুপ ‘ডি’
প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।

আসন্ন ডিপিএল টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সূচি-
তারিখ দল সময় ভেন্যু
২৫ ফেব্রুয়ারি ২০১৯ শেখ জামাল বনাম খেলাঘর দুপুর ১২.৩০ মিনিট শের-এ বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম

২৫ ফেব্রুয়ারি ২০১৯ আবাহনী বনাম ব্রাদার্স সন্ধ্যা ৫.৩০ মিনিট শের-এ বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম

২৫ ফেব্রুয়ারি ২০১৯ রুপগঞ্জ বনাম শাইনপুকুর সকাল ৯.০০ মিনিট খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম

২৫ ফেব্রুয়ারি ২০১৯ দোলেশ্বর বনাম বিকেএসপি দুপুর ১.৩০ মিনিট খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম

২৬ ফেব্রুয়ারি ২০১৯ মোহামেডান বনাম শাইনপুকুর দুপুর ১২.৩০ মিনিট শের-এ বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম

২৬ ফেব্রুয়ারি ২০১৯ প্রাইম ব্যাঙ্ক বনাম ব্রাদার্স সন্ধ্যা ৫.৩০ মিনিট শের-এ বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম

২৬ ফেব্রুয়ারি ২০১৯ গাজী গ্রুপ বনাম বিকেএসপি সকাল ৯.০০ মিনিট খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম

২৬ ফেব্রুয়ারি ২০১৯ খেলাঘর বনাম উত্তরা দুপুর ১.৩০ মিনিট খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম

২৭ ফেব্রুয়ারি ২০১৯ আবাহনী বনাম প্রাইম ব্যাংক দুপুর ১২.৩০ মিনিট শের-এ বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম

২৭ ফেব্রুয়ারি ২০১৯ দোলেশ্বর বনাম গাজী গ্রুপ সন্ধ্যা ৫.৩০ মিনিট শের-এ বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম

২৭ ফেব্রুয়ারি ২০১৯ শেখ জামাল বনাম উত্তরা সকাল ৯.০০ মিনিট খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম

২৭ ফেব্রুয়ারি ২০১৯ রুপগঞ্জ বনাম মোহামেডান দুপুর ১.৩০ মিনিট খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম

সেমিফাইনাল-
১ মার্চ ২০১৯ গ্রুপ ‘বি’ বিজয়ী বনাম গ্রুপ ‘সি’ বিজয়ী দুপুর ১২.৩০ মিনিট শের-এ বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম

১ মার্চ ২০১৯ গ্রুপ ‘এ’ বিজয়ী বনাম গ্রুপ ‘ডি’ বিজয়ী সন্ধ্যা ৫.৩০ মিনিট শের-এ বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম

ফাইনাল
৩ মার্চ ২০১৯ সেমিফাইনাল ১ বিজয়ী বনাম সেমিফাইনাল ২ বিজয়ী সন্ধ্যা ৬.০০ মিনিট শের-এ বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম