দলে জায়গা না পাওয়ার পর আরেকটি দুঃসংবাদ পেলেন ইমরুল

সদ্য শেষ হওয়া বিপিএলে ভালো পারফর্ম করতে না পারলেও নেতৃত্ব দিয়ে দলকে জিতিয়েছেন ইমরুল কায়েস। তার নেতৃত্বে জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে বিপিএলের মাঝপথেই ইমরুলকে শুনতে হয়েছিল দুঃসংবাদ। নিউজিল্যান্ড সফরের বাংলাদেশ দলে জায়গা পাননি তিনি।

এরপর রাগে-ক্ষোভে দল থেকে বাদ পড়ার কারণ জানতে চান ইমরুল। কিন্তু এরপরেও দলে জায়গা পাননি ইমরুল। এদিকে ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান। যার ফলে সাকিবের বদলি হিসেবে আলোচনায় এসেছিলেন ইমরুল।

কিন্তু দুঃসংবাদ পেতে হয়েছে তাকে। ইনজুরির কারণে এক সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন ইমরুল। এক সপ্তাহ বিশ্রামের পর আবারো তাকে পরীক্ষা করে দেখবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিক্যাল বিভাগ। সুস্থ হতে তাকে এক সপ্তাহের জন্য বিশ্রামে থাকতে হবে।