দুই ভাগে বিভক্ত ভারতের সাবেক ক্রিকেটাররা

গত ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপুরায় সেনা বহরে সন্ত্রাসবাদী হামলা চালায় পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। ভয়াবহ এই জঙ্গি হামলায় ভারতের প্রায় ৪৯ জন সেনা নিহত হয়।

এই ঘটনায় তোলপাড় ভারত-পাকিস্তানের রাজনৈতিক অবস্থা। যার প্রভাব ক্রিকেট বিশ্বেও পড়েছে। যার ফলে আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছেন ভারতের বেশ কয়েকজন কিংবদন্তি ক্রিকেটার। তবে এ নিয়ে দুই দলে বিভক্ত তারা।

বিশ্বকাপে পাকিস্তানকে দুই পয়েন্ট দিতে নারাজ ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে প্রতিশোধ নেওয়ার কথা বললেন কিংবদন্তি ক্রিকেটার সুনিল গাভাস্কার। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট চান সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী, স্পিনার হরভজন সিং।

শচীন বলেন, ‘বিশ্বকাপে সবসময় পাকিস্তানকে হারিয়েছে ভারত। সময় হয়েছে তাদের আরও একবার হারানোর। আমি ব্যক্তিগতভাবে চাই না তাদের দুই পয়েন্ট এমনি এমনি দিয়ে দিতে আর টুর্নামেন্টে সাহায্য করতে।’

সুনিল গাভাস্কার বলেন, ‘বিশ্বকাপে আমরা প্রতিবারই তাদের হারিয়েছি। আবারো সেটি করে দুটি পয়েন্ট বাগিয়ে নেয়া উচিত। আমাদের লক্ষ্য রাখতে হবে তারা যাতে এই রেকর্ড ভাঙ্গতে না পারে।’

সৌরভ গাঙ্গুলী বলেন, ‘বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করতে বলার পেছনে মানুষের আবেগ আমি অনুধাবন করতে পারি। আমি মনে করি, একটা ম্যাচ যদি ভারত না খেলে তাতে তেমন কোনো ক্ষতি হবেনা।’

হরভজন সিং বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে ভারতের খেলা উচিত নয়। ভারত পাকিস্তানের সঙ্গে না খেলেও বিশ্বকাপ জেতার ক্ষমতা রাখে। কারণ তারা শক্তিশালী দল।’