দেশি ক্রিকেটারদের জন্য বিসিবির কাছে একটিই চাওয়া সুজনের

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসের প্রথম সপ্তাহেই মাঠে গড়াবে ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেটের আসন্ন মৌসুম। তবে এ আসরের ওয়ানডে ফরম্যাট মাঠে গড়ানোর আগে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট।

ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) এমনটিই নিশ্চিত করেছে। তবে ডিপিএলের আগে নয় বরং বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগে টি-টোয়েন্টি লিগ আয়োজন করার কথা বলছেন ডিপিএলে আবাহনী ও বিপিএলে ঢাকা ডাইনামাইটস কোচ খালেদ মাহমুদ সুজন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিসিবির কাছে আমার একটা প্রেসক্রিপশন থাকবে। বিপিএলের আগে টি-টোয়েন্টি টুর্নামেন্ট হলে ভালো হয়। তাহলে আমার মনে হয় স্থানীয় ক্রিকেটারদের জন্য সুবিধা হবে। আমরা যদি এটা করতে পারি তাহলে আমাদের ছেলেদের জন্য খুব ভালো।’

তিনি আরো বলেন, ‘এ বছরের ব্যস্ত সূচির জন্য আমাদের এত কিছু করা সম্ভব হয়নি। তবে আমার পরের বছর বসে চিন্তা ভাবনা করবো। কেননা প্রিমিয়ার লিগের আগে এই টুর্নামেন্ট না করে বিপিএলের আগে করলে আরেকটু ভালো হবে।’