দেশে ফিরেই ছেলে এরিকের সাথে এরশাদের খুনসুটি

নিয়মিত মেডিকেল চেকআপ ও চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি, সংসদে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ।

সোমবার (৪ ফেব্রুয়ারি) রাত ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমানে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন।

বিমানবন্দরে স্বাগত জানান পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ এমপি, কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি, হুসেইন মুহম্মদ এরশাদ এর পুত্রদ্বয় শাদ এরশাদ ও এরিখ এরশাদ।

এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী জানান, সুস্থা হয়ে দেশে ফেরার পর তার পরিবারের সবাই আনন্দিত। সম্প্রতি একটি ছবিতে দেখা গেছে, ছেলে এরিকের সাথে খুনসুটিতে মেতেছেন তিনি। আজ বুধবার (৬ ফেব্রুয়ারি) বনানী অফিসে এসেছেন তিনি। সকালে এরশাদ সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করেন।

ডেপুটি প্রেস সেক্রেটারি আরও জানান, এইচ এম এরশাদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগেছেন। বর্তমানে তিনি অনেকটা সুস্থ বোধ করছেন।