নতুন রোনালদো আসছে রিয়াল মাদ্রিদে!

ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি কিংবা নেইমার। যদি কোন ভালো তরুণ তারকা দেখা যায়, তখন অনেকেই সেই তারকাকে পরবর্তি প্রজন্মের মেসি, রোনালদো বা নেইমার বলে থাকেন। এবার তেমনই পরবর্তি প্রজন্মের রোনালদোর খোজ পেয়েছে রিয়াল মাদ্রিদ যাকে কিনতে আবার লড়াই করছে বার্সালোনা, পিএসজি, বায়ার্ন, জুভেন্টাসের মত ক্লাব।

রোনালদো উইঙ্গার। তবে এই রোনালদোকে হল অ্যাটাকিং মিডফিল্ডার। ১৯ বছর বয়সী নতুন রোনালদোর আসল নাম জোয়াও ফেলিক্স। পর্তুগীজ ক্লাব বেনফিকাতে খেলেন তিনি।

চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছে পর্তুগালের পরবর্তি রোনালদো নামে পরিচিত এই তারকা। এই মৌসুমে ১০০০ মিনিটেরও কম সময় খেলেছেন তিনি। গোল করেছেন ৮টি।

১৯ বছর বয়সী এই তারকার ডাক নাম হ্যারিকেন ফেলিক্স। চলতি মৌসুমেই বেনফিকার মুল দলে তার প্রমোশন হয়েছে।

এদিকে ইউরোপ জায়ান্টদের নজরে পড়ার কারনে বেনফিকা ফেলিক্সের রিলিজক্লজ বাড়িয়ে ২০০ মিলিয়ন ইউরো করার চেষ্টা করছে।

গত জানুয়ারীতে প্রিমিয়ার লিগের একটি ক্লাব থেকে ৬০ মিলিয়ন অফার পেয়েছিল বেনফিকা। কিন্তু তারা তাকে বিক্রি করেনি। বেনফিকার সাথে ২০২৩ সাল পর্যন্ত চুক্তি রয়েছে ফেলিক্সের।