নান্নু-হেলমটের সমালোচনায় আশরাফুল

কিছুদিন আগেই শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে চিটাগং ভাইকিংসের হয়ে খেলেছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তবে চিটাগংয়ের জার্সিতে বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি আশরাফুল।

চিটাগংয়ের হয়ে মাত্র ৩ ম্যাচ খেলেছেন আশরাফুল। প্রথম ম্যাচে ৩, দ্বিতীয় ম্যাচে ২২ ও শেষ ম্যাচে রানের খাতা খুলতে পারেননি আশরাফুল। বিপিএলে চিটাগংয়ের টেকনিক্যাল ডিরেক্টর পদে ছিলেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও প্রধান কোচের দায়িত্বে ছিলেন সাইমন হেলমট।

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক নান্নু অনেক আগে থেকেই আশরাফুলের ফিটনেস নিয়ে অসন্তুষ্ট ছিলেন। বিপিএলে বেশি ম্যাচ খেলার সুযোগ পেলে আরো ভালো করতে পারতেন বলেই এবার দাবি জানালেন আশরাফুল।

মিরপুরের একাডেমী মাঠে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আশরাফুল বলেন, ‘আমার বিপিএলটা ভালো কাটেনি। বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি। দ্বিতীয় ম্যাচে ২২ করার পর দল থেকে বাদ হওয়ায় একটু হতাশ হয়েছিলাম। বিপিএলে যদি আরো বেশি ম্যাচ খেলার সুযোগ পেতাম তাহলে ভালো খেলার সম্ভাবনা থাকত।’