না খেলার অধিকার ভারতের আছে : শোয়েব আখতার

গত ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপুরায় সেনা বহরে সন্ত্রাসবাদী হামলা চালায় জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। ভয়াবহ এই জঙ্গি হামলায় ভারতের প্রায় ৪৪ জন সেনা নিহত হয়। হামলার দায় স্বীকার করে নেয় পাকিস্তানের এই জঙ্গি গোষ্ঠী।

এই ঘটনায় তোলপাড় দু’দেশের রাজনৈতিক অবস্থা। যার প্রভাব ক্রিকেট বিশ্বেও পড়েছে। আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে ভারতের সাবেক ক্রিকেটাররা। বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের ম্যাচ বয়কটের অধিকার আছে বলেই মনে করছেন পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারত এই ম্যাচ (পাকিস্তানের বিপক্ষে) থেকে সরে দাঁড়াতে পারে। সেই অধিকার তাদের আছে। ওদের পুরো দেশই এখন এই সিদ্ধান্তে প্রভাবিত হয়েছে। এ নিয়ে পাল্টা কিছু বলার নেই।’

তিনি আরো বলেন, ‘খেলাধুলার সঙ্গে রাজনীতি জড়িয়ে ফেলা উচিত নয়। কিন্তু হতাহতের ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।’