নিউজিল্যান্ডের কন্ডিশনে বাংলাদেশের সাফল্যের উপায় বলে দিলেন মরিসন

আগামী ১৩ই ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামবে টাইগাররা।

আর এই সফরে বাংলাদেশের সাফল্যের বেশ কিছু উপায় বলে দিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার ড্যানি মরিসন। সেখানে পেসাররা বড় ভূমিকা পালন করতে পারবে বলেই মনে করছেন মরিসন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মনে করি, বাংলাদেশের যে পেস আক্রমণ আর নিয়ে সেখানে (নিউজিল্যান্ডে) তারা ভালোই করবে। আমি জানি ফিজ (মোস্তাফিজুর রহমান) সাদা বলে খেলা পছন্দ করে। রুবেল হোসেন, দু’বছর আগে হয়তো তাকে নিয়ে প্রশ্ন ছিল (শেষবার যখন বাংলাদেশ নিউজিল্যান্ড সফরে গিয়েছিল), কিন্তু আমি মনে করি সে এখনো যথেষ্ট ভালো।’

তিনি আরো বলেন, ‘কিউই কন্ডিশন অদ্ভুত। হ্যামিল্টনে সুইং বেশি হয়। যদি আবহাওয়া গরম থাকে তাহলে ওয়েলিংটন হবে সমান্তরাল। এমনকি ৬০০ করেও ম্যাচ হেরে যেতে পারেন। এরপর ক্রাইস্টচার্চ, ঠান্ডা আবহাওয়া থাকলে খুব কঠিন হবে। তবে সেখানেও সমান্তরাল পিচ থাকতে পারে। তবে শুরুর একাদশের জন্য কারা ফিট থাকবে সেটা আগে দেখতে হবে।’

মরিসন আরো বলেন, ‘নিউজিল্যান্ডে সুইং হচ্ছে রাজা। আপনাকে বলে সুইং করাতে জানতে হবে। আপনি তো জানেন, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি কিংবা ওয়াগনার কতটা কার্যকর।’