নিউজিল্যান্ডের কন্ডিশনে সমস্যা ও লক্ষ্যের কথা জানালেন রাহী

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটি মোটেও ভালো কাটেনি বাংলাদেশ দলের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। এবার তাদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ দল।

আগামী ২৮ ফেব্রুয়ারি সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে ভোর ৪টায়। তবে এর আগে আগামীকাল ২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড বোর্ড একাদশের বিপক্ষে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

লিঙ্কলনের বার্ট সাচলিফ ওভালে এই প্রস্তুতি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়। আগামীকাল মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নিয়েছেন টাইগাররা। তবে কিউই কন্ডিশনের তীব্র বাতাস ভাবাচ্ছে বাংলাদেশ দলকে। এই কন্ডিশনে বোলিং করা খুব কঠিন হবে বলেই মনে করছেন টাইগার পেসার আবু জায়েদ রাহী।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখানের বাতাসটা অনেক ভারী। আমরা প্রথমেই এটার কাজই করবো। আজকে বল করতে অনেক কষ্ট হয়েছে। বাতাসের জন্য বল এদিক-ওদিক চলে যাচ্ছে। আমাদের টেস্ট সিরিজটা অনেক গুরুত্বপূর্ণ, যেন আমরা নিউজিল্যান্ডের আবহাওয়া মানিয়ে নিতে পারি।’

তিনি আরো বলেন, ‘আমাদের প্রধান টার্গেট হল ২০ উইকেট। জিততে হলে কিন্তু আমাদের ২০ উইকেট নিতে হবে তাই আমরা সেভাবেই আগাচ্ছি।’