নিউজিল্যান্ডের ‘ফাঁদ’ কাজে লাগাতে বাংলাদেশের অভিনব পরিকল্পনা

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। আগামীকাল ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে ম্যাচটি। আর এই ম্যাচে বাংলাদেশকে হারাতে ‘সবুজ ফাঁদ’ পেতে বসে আছে নিউজিল্যান্ড।

পেস বোলারদের তোপে বাংলাদেশকে ঘায়েল করতে চায় তারা। তবে তাদের এই ফাঁদ কাজে লাগাতে চায় বাংলাদেশ দলও। তাই পেস সহায়ক উইকেটের পরিকল্পনায় আছেন চার পেসার। বাংলাদেশ দলের স্কোয়াডেই আছেন চার পেসার।

তারা হলেন- মোস্তাফিজুর রহমান, আবু জায়েদ রাহী, খালেদ আহমেদ ও ইবাদত হোসেন। এদের মধ্যে টেস্ট অভিষেকের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন ইবাদত। একাদশে চার পেসারের পরিকল্পনার কথা জানিয়েছেন ইবাদত।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘টেস্ট জিততে হলে ২০ উইকেট নেয়ার সক্ষমতা থাকতে হবে। স্কোয়াডে থাকা চার পেসারকে সেই দায়িত্ব দিয়েছেন টাইগার পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।’