নিউজিল্যান্ডের বিপক্ষে এগিয়ে সাকিব

নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী ১৩ই ফেব্রুয়ারি তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। তবে ওয়ানডে সিরিজে মাঠে নামার আগে দু’দলের মুখোমুখি পরিসংখ্যানে সেরা ব্যাটসম্যান ও বোলারদের একনজরে দেখে নিন-

সেরা ব্যাটসম্যানের এ তালিকায় শীর্ষে আছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান রস টেইলর। তিনি বাংলাদেশের বিপক্ষে ২০টি ওয়ানডে ম্যাচ খেলে ২টি সেঞ্চুরি ও ৬টি হাফসেঞ্চুরিতে ৭৮৬ রান করেছেন। এ তালিকার দ্বিতীয়স্থানে আছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে ২২টি ম্যাচ খেলে ২টি সেঞ্চুরি ও ২টি অর্ধশতকে মোট ৫৭৫ রান করেছেন। তালিকায় তৃতীয়স্থানে থাকা তামিম ইকবাল ১৯টি ম্যাচ খেলে ৫টি হাফসেঞ্চুরিতে ৫৩০ রান করেছেন।

অন্যদিকে বোলারদের তালিকায় শীর্ষে আছেন সাকিব। নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি ২১ ম্যাচ খেলে ৩৫টি উইকেট শিকার করেছেন। এ তালিকায় দ্বিতীয়স্থানে আছেন নিউজিল্যান্ডের সাবেক বোলার কাইল মিলস। তিনি ১৭ ম্যাচ খেলে ৩৩টি উইকেট শিকার করেছিলেন। এ তালিকায় তৃতীয়স্থানে থাকা নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি ২০ ম্যাচে ৩১টি উইকেট শিকার করেছিলেন।