নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে বাংলাদেশের সেরা পাঁচ ব্যাটসম্যান

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ দল। এবার তাদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ মুখোমুখি হবে টাইগাররা। আগামী ২৮ ফেব্রুয়ারি সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে ভোর ৪টায়।

তবে মাঠে নামার আগে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সেরা পাঁচ টেস্ট ব্যাটসম্যানদের দেখে নিন-

এ তালিকায় সবার উপরে আছেন সাকিব আল হাসান। তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫ ইনিংসে ৬৩.৫৮ গড়ে ৭৬৩ রান করেছেন। যেখানে তার সর্বোচ্চ রান ২১৭। সাকিবের পরেই আছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল।

তিনি কিউইদের বিপক্ষে ১৬ ইনিংসে ৩৯.৩৭ গড়ে ৬৩০ রান করেছেন। তামিমের সর্বোচ্চ রান ৯৫। এ তালিকায় তৃতীয়স্থানে আছেন মুমিনুল হক। তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ৬টি ইনিংস খেলেছেন। ১১৫.৭৫ গড়ে ৪৬৩ রান করেছেন তিনি। যেখানে তার সর্বোচ্চ রান ১৮১।

এ তালিকায় চতুর্থ ও পঞ্চমস্থানে যথাক্রমে আছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। মুশফিক ১৩ ইনিংস ৩৫.৪১ গড়ে ৪২৫ রান করেছেন। যেখানে তার সর্বোচ্চ ১৫৯ রান। অন্যদিকে মাহমুদউল্লাহ ৬ ইনিংসে ৪০.৮৩ গড়ে ২৪৫ রান করেছেন। তার সর্বোচ্চ ইনিংস ১১৫ রানের।