নির্বাচকরা চাইলেই তারা থাকবেন একাদশে

নিউজিল্যান্ডের মাটিতে স্পিনাররা খুব এটা সুবিধা পাননা। সেখানে সব কিছুই যেন পেস নির্ভর। যত বেশি গতি, তত বেশি সফলতার সম্ভাবনা থাকবে। বাতাসের সাথেও করতে হয় লড়াই। এমন পরিবেশে স্পিনারদের কার্যকারীতা কেমন হতে পারে তা দেখার জন্য প্রস্তুতি ম্যাচ হতে পারে সেরা।

কিন্তু সেটাও হলনা বাংলাদেশের। মাত্র ১২ ওভারেই শেষ প্রস্তুতি ম্যাচ। বোলিং করলেন চার পেসার। স্পিনারদের আসারই সুযোগ হলো না। ১২ ওভার খেলার পর আসলো বৃষ্টি। আর সেখানেই ইতি ঘটে ম্যাচের।

তাই তাইজুল ইসলাম, নাঈম হাসানদের নিজেদের প্রমানের কোন সুযোগ আর রইল না। এখন একাদশে তাদের থাকা আর না থাকা নির্ভর করছে একমাত্র নির্বাচকদের চাওয়ার উপরেই। কেননা, মাঠে তাদের পারফর্মেন্স দেখিয়ে নির্বাচকদের উপর প্রভাব ফেলার আর কোন সুযোগই এখন তাদের নেই।