নেইমারকে সেরা হতে হলে একটি কাজ করতে হবে: মরিনহো

পেলে এবং অন্যান্য ব্রাজিলিয়ান লিজেন্ডদের সাথে তুলনা করতে হলে নেইমারকে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জিততে হবে বলে মনে করেন পর্তুগীজ কোচ হোসো মরিনহো।

বর্তমান বিশ্বের সবচেয়ে দামী খেলোয়ার নেইমার। একই সাথে বিশ্বের সেরা খেলোয়ারদের একজন তিনি। কিছুদিন আগে পিএসজির একটি ম্যাচে ইনজুরিতে পড়ে এখন মাঠের বাইরে আছেন নেইমার। যার কারণে এই মুহর্তে দলের সাথে নেই এই ব্রাজিলিয়ান তারকা।

ক্লাব ফুটবলে সফলই বলা যায় নেইমারকে। বার্সালোনার হয়ে জিতেছিল সব রকম শিরোপাই। তবে জাতীয় দলের সাফল্য অতটা আলোকিত নয়।

যদিও জাতীয় দলের হয়ে কনফেডারেশন কাপ এবং অলিম্পিক গোল্ড মেডেল জিতেছিলেন তিনি। তবে সব কিছুই তো আর বিশ্বকাপের মত নয়।

সম্প্রতি ব্রাজিলিয়ান একটি ম্যাগাজিনকে মরিনহো বলেন, “নেইমার অসাধারণ প্রতিভা এতে কেউ সন্দেহ করতে পারবেনা। সে ইউরোপে এসেই জিততে শুরু করেছে।”

“তবে আমার মনে হয় তারা (ব্রাজিলিয়ানরা) এমন খেলোয়ারকে ভুলে গেছে যারা কিছু কিছু ক্ষেত্রে বিশ্বের সেরা ছিল। যেমন রোনালদো, রিভালদো- আমি আরো কয়েকজনকে মনে রাখতে পারতাম। তারাও ইউরোপে এসেছিল এবং চমৎকার ছিল। কিন্তু তারপরেও তারা এমন একটি বিশেষ অবস্থার মধ্য দিয়ে অতিক্রম করেছিল যা আন্তর্জাতিক পর্যায়ে সফল হয়।”

“নেইমারকে ইউরোপের অভিজাতদের মধ্যে থাকতে লড়াই করতে হবে যেখানে সে এরই মধ্যে আছে। এবং এই সঙ্গে ব্রাজিলের হয়ে শিরোপা জয়ের স্বপ্ন থাকতে হবে।”