পাঁচ তারকার দিকে তাকিয়ে থাকবে ঢাকা

বিপিএলের ফাইনালে আজ মুখোমুখি হতে যাচ্ছে কুমিল্লা ও ঢাকা। আজ সন্ধ্যা সাতটায় মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

আজকের ফাইনালটি তামিম ইকবালের প্রথম ফাইনাল। প্রথম ফাইনালে শিরোপা জিতে মরিয়া তামিম। তার এই প্রথম শিরোপার পথে বাধা হতে পারে ঢাকার এই তারকারা।

সাকিব আল হাসান: ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান। বল এবং ব্যাট হাতে দারুণ সফল এই টুর্নামেন্টে। তাইতো আরও একবার তার জ্বলে উঠার দিকেই তাকিয়ে আছে ঢাকা যা হতে পারে কুমিল্লার বিপদের কারণ।

সুনিল নারিন: বোলার হিসেবে পরিচিতি হলেও এখন ইনি ব্যাটসম্যান। পাওয়ার হিটিংয়ের জন্য বিখ্যাত এখন তিনি। ওপেনিংয়ে যদি ঝড়ো ইনিংস সূচনা এনে দিতে পারেন তাহলে সেটা হবে ঢাকার জন্য ভালো আর কুমিল্লার জন্য বিপদ।

আন্দ্রে রাসেল: ঘূর্ণিঝড় বলতে যা বুঝায়-টি-টুয়েন্টিতে সেটাই আন্দ্রে রাসেল। অনেক দানবীয় ইনিংস রয়েছে তার। কুমিল্লার বিপক্ষে এই ফাইনালে তার ব্যাটের দিকেই ভরসা ঢাকার।

পোলার্ড: ঢাকার আরেক ঝড়ের নাম পোলার্ড। শেষ দিকে টর্নেডো গতিতে রান তোলায় যার সুখ্যাতি। আজ সেই পোলার্ডকেই চাইবে ভক্তরা।

রুবেল হোসেন: এবারের বিপিএলে উড়ন্ত ফর্মে আছেন রুবেল। এখন পর্যন্ত ২১টি উইকেট দখল করেছেন তিনি। আর এই উড়ন্ত ফর্মে থাকা রুবেলকেই আরেকবার দেখতে চাইবে ঢাকা।