পাকস্থলীতে করে ২ হাজার ইয়াবা পাচার, জেনে নিন উদ্ধারের ঘটনা

রাজধানীর উত্তরখান থানা এলাকায় অভিযান চালিয়ে পাকস্থলীতে করে ইয়াবা পাচারের ঘটনায় দুই মাদক ব্যবসায়ী মোঃ মামুন (২৫) ও মোঃ মফিজুল ইসলাম (২৬) নামে গ্রেফতার করেছে পুলিশ। ডিএমপি’র গোয়েন্দা দক্ষিণ বিভাগ তাদের গ্রেফতার করে।

রবিবার (১০ ফেব্রুয়ারি) তারিখ সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর উত্তরখান থানাধীন ফকিরের টেক উত্তর পাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিবি সূত্র থেকে জানা যায়, রবিবার (১০ ফেব্রুয়ারি) তারিখ সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর উত্তরখান থানাধীন ফকিরের টেক, উত্তর পাড়ায় অভিযান চালায় ডিএমপি’র গোয়েন্দা দক্ষিণ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিম। অভিযানকালে উল্লেখিত দুইজনকে গ্রেফতার করে পাকস্থলীর এক্স-রে করলে তাদের পেটের মধ্যে ইয়াবা পাওয়া যায়।

পরবর্তী সময়ে তাদের পায়ুপথ হতে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট বের করা হয়। তারা এলাকার চিন্হিত মাদক ব্যবসায়ী বলে জানা যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুই মাদক ব্যবসায়ী জানায়, কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে বিশেষ কৌশলে পলিথিনে স্কচটেপ দিয়ে মুড়িয়ে ইয়াবা পাকস্থলীতে করে নিয়ে এসে ঢাকাসহ বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে।

এদিকে এ ঘটানায় তাদের বিরুদ্ধে উত্তরখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।