পাকিস্তানকে ইরানের কঠোর হুশিয়ারি

গত বুধবার সিস্তান-বেলুচিস্তান প্রদেশের কাছে সুন্নি বিদ্রোহী জইশ আল আদলের সন্ত্রাসী হামলায় অভিজাত বিপ্লবী গার্ড বাহিনীর ২৭ জওয়ান নিহত হন। এদিকে সন্ত্রাসীদের আশ্রয় দেয়ায় পাকিস্তানকে মারাত্মক খেসারত দিতে হবে বলে হুশিয়ারি করেছে ইরান।

এদিকে এ হামলার ঘটনায় বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আলী জাফর চিরশত্রু সৌদি আরব ও আমিরাতের দিকে আঙুল তুলেছেন। তাছাড়া দেশ দুটি পাল্টা অভিযানের শিকার হবে বলেও হুমকি দিয়েছেন তিনি। কিন্তু সন্ত্রাসীদের আশ্রয় দেয়ার কথা অস্বীকার করেছে পাকিস্তান, সৌদি আরব ও আরব আমিরাত।

এদিকে মেজর জেনারেল মোহাম্মদ আলী জাফর বলেন, ‘বিপ্লববিরোধী এ গোষ্ঠীটির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পাকিস্তানের সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলোর অনীহা কেন? কোনো সন্দেহ নেই, পাকিস্তানকে এর চড়ামূল্য দিতে হবে।’

এ সময় নিহত জওয়ানদের দাফনের সময় উপস্থিত লোকজনের সামনে তিনি বলেন, ‘গত এক বছরে ছয় থেকে সাতটি সন্ত্রাসী হামলা ব্যর্থ করে দেয়া হয়েছে। কিন্তু তারা এ হামলাটি চালাতে সক্ষম হয়েছে।’ এদিকে সুন্নি নৃতাত্ত্বিক সংখ্যালঘুদের অধিকতর অধিকার ও উন্নত জীবন দাবিতে বিদ্রোহ করছে জইশ আল আদল।

এ সময় তিনি আরও বলেন, ‘সৌদি ও আমিরাতের জানা উচিত, ইরানের ধৈর্য শেষ হয়ে গেছে। ইসলামবিরোধী এসব অপরাধীর প্রতি তাদের গোপনীয় সমর্থন আর টেকসই হতে দিচ্ছি না। আমাদের শহীদদের রক্তের বদলা নেব আমরা।’