‘পাকিস্তানকে খণ্ড-বিখণ্ড করতে চায় সৌদি আরব’

গতকাল বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) ইসলামি প্রজাতন্ত্র ইরানের কুদস ব্রিগেডের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলায়মানি পাকিস্তানকে সতর্ক করে বলেছেন, ‘সৌদি আরব ইসলামাবাদকে যে শত শত কোটি ডলার দিচ্ছে তার পেছনের আসল উদ্দেশ্য হচ্ছে- প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে দিয়ে এই দেশটিকে খণ্ড-বিখণ্ড করা।’

এ সময় তিনি আরও বলেন, ‘সিস্তান-বালুচিস্তান প্রদেশে পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসীরা গত ১৪ ফেব্রুয়ারি যে ঘৃণ্য হামলা চালিয়েছে তেহরান তার প্রতিশোধ নেবে।’

তিনি বলেন, ‘ইরান চিন্তিত এ কারণে যে, পাকিস্তানের জনগণ ও সরকার তাকফিরি সন্ত্রাসীদের হাতে সৌদি অর্থ যাওয়ার সুযোগ দেয়। সৌদি আরবের এই অর্থ পাকিস্তানের সব প্রতিবেশীকে বিরক্ত করে এবং পাকিস্তানকে বিষয়টি পুরোপুরিভাবে অনুধাবন করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।’