পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে আইসিসিকে ভারতের চিঠি

গত ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপুরায় সেনা বহরে সন্ত্রাসবাদী হামলা চালায় জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। ভয়াবহ এই জঙ্গি হামলায় ভারতের প্রায় ৪৯ জন সেনা নিহত হয়। হামলার দায় স্বীকার করে নেয় পাকিস্তানের এই জঙ্গি গোষ্ঠী।

এই ঘটনায় তোলপাড় দু’দেশের রাজনৈতিক অবস্থা। যার প্রভাব ক্রিকেট বিশ্বেও পড়েছে। যার ফলে আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছেন ভারতের বেশ কয়েকজন কিংবদন্তি ক্রিকেটার। বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারত খেলবে কিনা এ নিয়ে আইসিসিকে চিঠিও দিয়েছে ভারত।

আইসিসিকে পাঠানো সেই চিঠিতে ভারতীয় বোর্ড থেকে জানানো হয়েছে, ‘এ ব্যাপারে বোর্ড নিজে থেকে কোনো সিদ্ধান্ত জানাচ্ছে না। এক্ষেত্রে যা বলার সরকারই বলবে। সরকারের পক্ষ থেকে যা সিদ্ধান্ত নেয়া হবে, তা মেনে চলবে ক্রিকেট বোর্ডও।’

সেই চিঠিতে ভারতীয় বোর্ড দাবি করছে, ‘পুলওয়ামার চালানো হামলার মতো ঘৃণ্য আক্রমণের নিন্দা করেছে আইসিসির সব সদস্য দেশ। সন্ত্রাসবাদকে যে দেশ প্রশ্রয় দিচ্ছে, তাতে আইসিসির উচিত তাদের সঙ্গে সব রকম সম্পর্ক ছিন্ন করা।’

চিঠিতে আরো বলা হয়, ‘ভারতীয় বোর্ড আসন্ন বিশ্বকাপে ক্রিকেটার এবং সমর্থকদের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন। আশা করা যায়, আইসিসি এবং ইসিবি ক্রিকেটার, ম্যাচ কর্মকর্তা ও সমর্থকদের সর্বোচ্চ নিরাপত্তা দেবে।’