পাকিস্তানে হামলা করা হবে মোদির সবচেয়ে বড় ভুল: পারভেজ মোশাররফ

কাশ্মিরের পুলওয়ামায় সম্প্রতি ভয়াবহ এক হামলায় ভারতের ৪৪ জন সিআরপিএফ জওয়ান নিহত হওয়াকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টির পর গতকাল বুধবার পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানে হামলা করলে তা তার জীবনের সবচেয়ে বড় ভুল হবে।’

এদিকে ‘আজতক’ ওয়েবসাইট সূত্রের বরাত দিয়ে ইরানি গণমাধ্যমটি জানায়, পুলওয়ামা হামলার পর ভারতের পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে নেয়া কূটনৈতিক পদক্ষেপের প্রসঙ্গে পারভেজ মোশাররফ বলেন, ‘এতে কিছুই হবে না। পাকিস্তানের অর্থনীতি সঠিক পথে চলছে। এছাড়া যদি তাদের কালো তালিকাভুক্ত করা হয়, তবে তারা মরে যাবে না।’

এর আগে পুলওয়ামা হামলার পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিহারে এক জনসভায় বলেছেন, ‘আপনাদের মনে যে আগুন জ্বলছে, আমার মনেও সেই আগুন জ্বলছে।’

এদিকে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্টের দাবি, পুলওয়ামা হামলায় নিহত সিআরপিএফ কর্মকর্তা বা কাশ্মীরীদের জন্য মোদির মনে আসলে কোনও আবেগ নেই। পারভেজ মোশাররফ বলেন, ‘মোদির মনে আগুন নেই। যদি থাকত, তবে তিনি সর্বপ্রথম কাশ্মীর সমস্যার সমাধান করতেন।’

এ সময় সাবেক প্রেসিডেন্ট মোশাররফ বলেন, ‘পুলওয়ামা হামলায় নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সহানুভূতি জানাচ্ছি। আমি ৪০ বছর সেনাবাহিনীতে ছিলাম। ১৯৭১ সালের যুদ্ধে আমি আমার সবচেয়ে ভালো বন্ধুকে হারিয়েছি। আমি স্বজন হারানোর ব্যথা বুঝি। যুদ্ধের পরিণতি কী হয় তা আমি জানি।’