পিএসএল মাতাতে তুরস্ক থেকে উড়ে এলো দুই ক্রিকেটার

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠেছে পাকিস্তান সুপার লিগ ( পিএসএল) ২০১৯। গেল বৃহস্পতিবার ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্সের ম্যাচ দিয়ে মাঠে গড়িয়েছে চতুর্থ আসর।

চতুর্থ আসর উদ্বোধনী ম্যাচে ডি ভিলিয়ার্স-ফখর জামানদের লাহোর কোয়ালান্দার্সকে ৫ উইকেটে হারিয়েছে মোহাম্মদ সামির ইসলামাবাদ ইউনাইটেড।

এ দিকে পেশোয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদি এদিনই চমকের এক খবর দিয়েছেন। নিজের টুইটবার্তায় তিনি জানিয়েছেন, পিএসএলে তৃতীয় আসরে চমক দিয়েছিল চাইনিজ ক্রিকেটার। এ বছর চমক হিসেবে আমরা তুরস্ক থেকে মেহেমেট ও গোখনকে এনেছি।

উচ্ছ্বসিত আফ্রিদি আরও জানান, জালমি পরিবারের পক্ষ থেকে তোমাদের অভিনন্দন। আশা করি, আসছে দিনগুলোতে বিশ্ব ক্রিকেটে নিজেদের অবস্থান জানিয়ে দেবে।

জালমি দলে গেল আসরে চাইনিজ খেলোয়াড়টিও ছিলেন। আর এবার যোগ দিচ্ছেন তুরস্কের দুই ক্রিকেটার। ফলে প্রথম দেখা যাবে ফ্র্যাঞ্চাইজি লিগটিতে কোনো তুর্কি ক্রিকেটারকে।