পিএসজি ভীত হতে পারেনা: এমবাপ্পে

চ্যাম্পিয়নস লিগে সফল হতে হলে পিএসজিকে ভীত হওয়া যাবে না বলেই মন্তব্য করেছেন পিএসজির ফ্রান্স তারকা কিলিয়ান এমবাপ্পে। গতরাতে ম্যানইউর বিপক্ষে ২-০ গোলে জয়ের পর এই কথা বলেন এমবাপ্পে।

ম্যানইউর মাঠে নেইমার, মুনিয়ের এবং কাভানিকে ছাড়াই মাঠে নেমেছিল পিএসজি। পজিশন উলট পালট করে এই ম্যাচে একাদশ সাজিয়েছিল পিএসজি কোচ। আর সেই দলটিই ম্যানইউকে তাদের মাটিতেই ছিন্নভিন্ন করে দিল।

এই ম্যাচের পর এমবাপ্পে বলেন, “আমি মনে করি, আমাদের ভীত হওয়া বন্ধ করতে হবে। আমাদের ভয় পাওয়া চলবে না।”

“ফুটবল মাঠে খেলা হয় এবং এটা পরিষ্কার যে নেইমার খুবই গুরুত্বপূর্ন খেলোয়াড়। এডিসন কাভানি হল ভিত্তিপ্রস্থর। কিন্তু এই খেলাটা মাঠে হয় এবং আমরা আজ সেটা দেখিয়েছি।”

“ইউরোপিয়ান কাপে যতদূর সম্ভব ফরাসি ফুটবলকে যেতে হবে। সুতরাং আমাদের ভয় পাওয়া বন্ধ করতে হবে।”