প্রথম এশিয়ান নারী ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়লেন সানা মির

পাকিস্তান নারী ক্রিকেট দল এখন ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ খেলছে। আর সিরিজের তৃতীয় টি-টুয়েন্টি ম্যাচে আজ মাঠে নেমেছিল এই দুই দল। ম্যাচে পাকিস্তান ১২ রানে জিতেছে ক্যারিবিয়দের বিপক্ষে।

ম্যাচে প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ১৫০ রান করে পাকিস্তান। দলের পক্ষে ৫৩ রান করেন নিদা ধার। ব্যাট হাতে শূন্য রানেই আউট হন সানা মির।

তবে এই ম্যাচে ব্যাট নয়, বল হাতে রেকর্ড গড়েছেন সানা মির। ৪ ওভার বোলিং করে ২১ রানের বিনিময়ে ২টি উইকেট লাভ করেন এই তারকা। তাতেই গড়েন রেকর্ড। এশিয়ার প্রথম কোন নারী খেলোয়ার হিসেবে টি-টুয়েন্টিতে ১০০ উইকেট নেয়ার মাইলফলক স্পর্শ করেন সানা মির।