প্রথম ম্যাচে রান করা মিঠুন বলছেন এ কথা!

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। আগামী ১৬ ফেব্রুয়ারি সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে দুই দল। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে ভোর ৪টায়।

প্রথম ম্যাচ হারের পিছনের কারণ হিসেবে ছিল টাইগারদের ব্যাটিং ব্যর্থতা। টাইগার টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতার দিনে একাই লড়েছেন মোহাম্মদ মিঠুন। ব্যাট হাতে ৬২ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। তবে নিউজিল্যান্ডের কন্ডিশনে ব্যাটিং করা মোটেও সহজ না বলেই জানিয়েছেন মিঠুন।

এ প্রসঙ্গে মিঠুন বলেন, ‘(প্রথম ম্যাচে) ব্যাটিং যতক্ষণ করেছি কখনই সহজ মনে হয়নি। এমন বোলিং আক্রমণের বিপক্ষে যদি বলি যে সহজে খেলেছি তাহলে মিথ্যে বলা হবে। এখানে রান করতে হলে অবশ্যই কষ্ট করতে হবে।’

তিনি আরো বলেন, ‘আমরা তো এমন গতিতে খেলে অভ্যস্ত না। ওদের প্রায় সব বোলার ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিতে ধারাবাহিক বোলিং করে। আমরা বাংলাদেশের কন্ডিশনে নিয়মিত ১৩০ কিলোমিটারের গতির বল খেলে থাকি। ওখান থেকে ১৪০-১৫০ কিলোমিটার গতির বল খেলতে গেলে সমস্যায় পড়া স্বাভাবিক।’

মিঠুন আরো বলেন, ‘সবাই জানে নিউজিল্যান্ডের বোলাররা নতুন বলে সুইং করে। সুইংয়ে আমরা অনেক বেশি উইকেট হারিয়ে ফেলি। ওখানেই আমরা পিছিয়ে পড়ি। ওখান থেকে ঘুরে দাঁড়ানো কঠিন ছিল। কিছুক্ষণ পর পরই উইকেট পড়ছিল। তারপরও ওখান থেকে যদি বড় জুটি হতো, আমরা বিশেষজ্ঞ ব্যাটসম্যানরা যদি একটু জুটি গড়তে পারতাম তাহলে ওটা সামলে ওঠা যেত। দ্রুত কিছু উইকেট পড়ে যাওয়ায় আমরা ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারিনি।’