প্রধানমন্ত্রীকে ঐক্যফ্রন্টের চিঠি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে চা চক্রে অংশ না নেয়ার বিষয়ে জাতীয় ঐক্যফ্রন্ট চিঠি দিয়েছে।

শুক্রবার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঐক্যফ্রন্টের ৩ সদস্যের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি নিয়ে গেছেন।

প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, গণভবনে ২ ফেব্রুয়ারি শুভেচ্ছা বিনিময় ও চা চক্রে আমন্ত্রণের জন্য আপনাকে ধন্যবাদ। জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সভায় এটি অন্যতম এজেন্ডা হিসেবে আলোচিত হয়েছে এবং কমিটি চা চক্রে অংশ না নেয়ার বিষয়ে সর্বসম্মতক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে।

চিঠিতে বলা হয়, ৩০ ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার কোনোভাবেই নৈতিক নয়। এ নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের প্রতিনিধি নির্বাচনের ক্ষমতা হরণ করা হয়েছে। ঐক্যফ্রন্টের হাজার হাজার নেতাকর্মী এখনো জেলে। নতুন নতুন মামলায় আরও অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করা হচ্ছে। এ পরিস্থিতিতে চা চক্রে অংশ নেয়া কোনোক্রমেই সম্ভব নয়।