প্রস্তুতি ম্যাচ হেরেও ভালোকিছু দেখছেন ‘ভারপ্রাপ্ত অধিনায়ক’ মিরাজ!

আগামী ১৩ই ফেব্রুয়ারি তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। আর আসন্ন এই ওয়ানডে সিরিজকে সামনে রেখে আজ প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড বোর্ড একাদশের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। আর সেই ম্যাচে ২ উইকেট হেরেছে টাইগাররা।

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন দলের অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। বেশ কয়েকদিন ধরে টি-টোয়েন্টি খেলার পর ওয়ানডে ম্যাচের প্রস্তুতিকে বেশ ভালোই বলেছেন মিরাজ। নিউজিল্যান্ডের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন মিরাজ।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গত তিন চার দিন আমরা প্র্যাকটিস করেছি। নিউজিল্যান্ডে আমাদের তিনটা ওয়ানডে ও তিনটা টেস্ট রয়েছে। কন্ডিশনের সঙ্গে তাল মেলানোর চেষ্টা চলছে। এখানে আসার পর আমাদের খেলোয়াড়টা অনেক কঠোর পরিশ্রম করেছেন।’

তিনি আরো বলেন, ‘টি-টোয়েন্টি থেকে বের হয়ে ৫০ ওভারের ম্যাচটি খেলতে পারায় বেশ সুবিধা হয়েছে আমাদের। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে ব্যাটসম্যান-বোলাররা নিজেদের মানিয়ে নিতে চেষ্টা করেছেন। এটা আমাদের কাছে পরবর্তী ম্যাচগুলোতে ভালো করার জন্য বড় সুযোগ ছিল। আর সেটিকে কাজে লাগাতে পেরেছি বলে আমার মনে হয়।’