প্ল্যাকার্ডটা চোখে পড়তেই মুখ ঘুরিয়ে নিলেন হার্দিক

চলছে ভারত-নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ। এদিকে বর্তমানে ভারতের আলোচিত ক্রিকেটার হার্দিক পাণ্ডিয়া। কারণ এক মাস আগে নারীদের নিয়ে জাতীয় চ্যানেলে এক বেফাঁস মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।

তাছাড়া তার বিরুদ্ধে এখনও তদন্ত চলছে। এদিকে কঠিন পথ পেরিয়ে বাইশ গজে ফিরলেও অতীতের সেই বেফাঁস মন্তব্য তাকে আজও ভুগিয়ে যাচ্ছে। শুক্রবার যেমনটা হলো অকল্যান্ডের ইডেন পার্কে।

এদিকে গতকাল শুক্রবার ভারতের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে গ্যালারিতে এক নারী দর্শকের হাতে থাকা প্ল্যাকার্ডে চোখ আটকে গিয়েছিল। প্ল্যাকার্ডটা চোখে পড়তেই মুখ ঘুরিয়ে নেন হার্দিক। এ যেন আয়নার সামনে নিজের মুখোমুখি হওয়া!

কারণ সেই প্ল্যাকার্ডে ইংরেজি অক্ষরে লেখা ছিল একটি হিন্দি বাক্য- ‘পাণ্ডিয়া, আজ করকে আয়া ক্যায়া?’। অর্থ বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় কারও। এই উক্তিটা করেই তো বিপদে পড়েছিলেন হার্দিক।

এর আগে ‘কফি উইথ করণ’ নামের জয়প্রিয় টিভি শোতে নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন হার্দিক এবং লোকেশ রাহুল। এ সময় হার্দিক বলেছিলেন, কোনো পার্টিতে গিয়ে তিনি মেয়েদের ‘নড়াচড়া’ লক্ষ করেন।

এ ছাড়াও বাবা-মায়ের সঙ্গে তার খোলাখুলি সম্পর্ক বোঝাতে হার্দিক জানান যে, প্রথম ‘ভার্জিনিটি’ হারানোর দিনে তিনি বাড়িতে এসে বাবা-মাকে জানান যে, ‘আজ করকে আয়া’!