বাংলাদেশকেই বেছে নিলেন টোড অ্যাস্টল

ইনজুরি কাটিয়ে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফেরেন নিউজিল্যান্ডের স্পিনার টোড অ্যাস্টল। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দলেও জায়গা পেয়েছেন তিনি। এবার বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে বল-ব্যাট হাতে ভালো পারফর্ম করে দলে নিজের জায়গা পাকা করতে চান অ্যাস্টল।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি অন্য যে কোনবারের চেয়ে বেশি খুশি। টেস্ট দলে ফিরতে পেরে ভালো লাগছে। যে পরিস্থিতিই হোক না কেন, আমাকে আমার সেরাটা দিতে হবে। আমি প্রথম শ্রেণীর ক্রিকেটে যে পারফর্ম দেখিয়েছি সেটিই এবার করে দেখাতে চাই।’

প্রথমবারের মত আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ের দুইয়ে উঠেছে নিউজিল্যান্ড। তাই বাংলাদেশের বিপক্ষে ভালো চাপ থাকবে বলেই মনে করছেন অ্যাস্টল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য প্রথম টেস্টের প্রথম দিনের দিকে। পরে তিন টেস্টের সিরিজের দিকে। আমরা র‌্যাংকিংয়ে দুইয়ে আছি। দলের জন্য এটা দারুণ ব্যাপার। বাংলাদেশের বিপক্ষে সিরিজ তাই আমাদের জন্য পরীক্ষার।’

অ্যাস্টল আরো বলেন, ‘আমার মতে, নির্বাচকদের ভিন্ন কিছু চেয়েছেন। বাংলাদেশ স্পিনের বিপক্ষে ভালো। আমি কোথায় আছি সেটা বোঝার জন্য তাই এই সিরিজটা খুবই জরুরি।’