বাংলাদেশ-পাকিস্তান-ভারতকে টপকে গেল আয়ারল্যান্ড

২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপের পর থেকে পাওয়ার প্লে’তে রান তোলার ক্ষেত্রে সবচেয়ে সফল দল হচ্ছে নিউজিল্যান্ড। তারা পাওয়ার প্লে’তে ৭.১৮ রান রেটে রান করেছে। তাদের পরেই আছে অস্ট্রেলিয়া। তারা পাওয়ার প্লে’তে ৬.০২ রান রেটে রান সংগ্রহ করেছে।

এ তালিকায় এশিয়ার দলগুলোকে ছাড়িয়ে গেছে আয়ারল্যান্ড। তারা পাওয়ার প্লে’তে ৪.৮৫ রান রেটে রান সংগ্রহ করেছে। অন্যদিকে বাংলাদেশ ৪.৪১, ভারত ৪.৮১, শ্রীলঙ্কা ৪.৮১, পাকিস্তান ৩.৭৫, আফগানিস্তান ৩.৫৫ রান রেটে রান সংগ্রহ করেছে।

অস্ট্রেলিয়ার পর এ তালিকায় আছে ইংল্যান্ড। তারা পাওয়ার প্লে’তে ৫.৩৬ রান রেটে রান করেছে। ইংলিশদের পরেই আছে উইন্ডিজরা। তারা পাওয়ার প্লে’তে ৫.১৮ রান রেটে রান সংগ্রহ করেছে। দক্ষিণ আফ্রিকা পাওয়ার প্লে’তে ৪.৭৬ রান রেটে রান তুলেছে।