বাসায় ফিরে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন কণ্ঠশিল্পী আকবর

গুরুতর অসুস্থতা নিয়ে প্রায় ১ মাস বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) ভর্তি ছিলেন কণ্ঠশিল্পী আকবর। কিডনিসহ একাধিক রোগে ভুগছিলেন তিনি। আর্থিক সংকটে পড়ে কোন উপায় না পেয়ে আকবর তার চিকিৎসা সহায়তায় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। আকবরের ডাকে সাড়ে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ ফেব্রুয়ারি তার চিকিৎসায় ২২ লাখ টাকা দেন। ওই টাকায় চিকিৎসা নিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন গায়ক আকবর।

এদিকে নিজের সুস্থতার খবর জানিয়ে গণমাধ্যমকে আকবর বলেন, ‘আমি এখন মোটামুটি সুস্থ। হাঁটাচলা করতে পারছি, খেতে পারি। সবকিছু একাই করতে পারি। গত ১৩ ফেব্রুয়ারি হাসপাতাল ছেড়ে বাসায় ফিরেছি। পরদিন টাঙ্গাইলের পাহাড় সখিপুর এলাকায় ভালোবাসা দিবসের একটি কনসার্টে অংশ নিয়েছি।

এ সময় তিনি আরও বলেন, ‘এখন থেকে আবার নিয়মিত গাইবো। অসুস্থতার কারণে কয়েকমাস গান-বাজনা থেকে দূরে ছিলাম। আমার সুস্থতা কামনায় যারা দোয়া করেছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইনা।’

এ সময় আকবর বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে আমি মা ডেকেছি। তিনি ২২ লাখ টাকা দিয়ে সাহায্যের হাত বাড়িয়েছেন। ২ লাখ টাকার চেক ও ২০ লাখ টাকা সঞ্চয়ী পত্র করে দিয়েছেন। সেখান থেকে তিনমাস পরপর ৫১ হাজার করে টাকা পাবো চিকিৎসার জন্য। তার নির্দেশ মতো চিকিৎসকরা আমাকে যত্নের সাথে চিকিৎসা নিয়েছেন।

এ সময় আকবর আরও বলেন, ‘যতদিন বাঁচবো প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ থাকবো। পাশপাশি আমার হানিফ সংকেত স্যারের অবদানও কম নয়। তিনি আমার অভিভাবক হিসেবে সাথে থেকেছেন সবসময়।’

এ সময় আকবর জানান, তার পুরোপুরি সুস্থ হতে আরো সময় লাগবে। প্রতি সপ্তাহে পিজি হাসপাতাল থেকে চর্ম, কিডনি, মেডিসিন এই বিভাগ থেকেই চেকআপ নিতে হবে। প্রধানমন্ত্রীর অফিস থেকে পিজি হাসপাতালের প্রধানের কাছে একটি চিঠি দেওয়া হয়েছে।

আর সেখানে বলা হয়েছে, আকবরের চিকিৎসার জন্য যা যা খরচ হবে, পিজি হাসপাতাল বহন করবে। তিনি সেভাবেই চিকিৎসা নেবেন। আকবর বলেন, ‘চেষ্টা করছি আগের মতো গান করার। সবার কাছে দোয়া চাচ্ছি।’