বিদায়ের সূর বার্সাতে

লিওনেল মেসি বার্সালোনা ছাড়বে এমনটা এখনো হয়তো মনেও আনছেনা বার্সা ভক্তরা। তবে বার্সালোনা কিন্তু এরই মধ্যে সেই প্রস্ততি নেয়া শুরু করে দিয়েছে। এমনটাই জানিয়েছে বার্সালোনা সভাপতি বার্তামেউ।

মেসির বয়স এখন ৩১ বছর। একটা সময় অবশ্যই তার খেলা থেকে বিদায় নিতে হবে। আর সেই সময়টাও হয়তো খুব বেশি দূরে নেই।

সম্প্রতি বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বার্সা সভাপতি বলেন, “আমি জানি, একদিন সে এসে বলবে আমি অবসর নিচ্ছি। আমরা ক্লাবকে সেই দিনটির জন্যই প্রস্তুত করছি।”

“আমরা তরুণ এবং অসাধারণ খেলোয়ারদের কিনে আনছি। কারণ, আমাদের এই সফলতা ধরে রাখতে হবে। এটা আমাদের দায়িত্ব।”

সম্প্রতি বার্সালোনা বেশ কিছু খেলোয়ার কিনে এনেছে। কৌতিনহো, ডেম্বেলে, আর্থার, ডি জং, এমারসনের মত তারকাদের তুলে এনেছে তারা।

বার্সালোনার সভাপতি হিসেবে বার্তামেউ থাকবেন আর দুই বছর। এরপর তাকে দায়িত্ব ছাড়তে হবে। তবে তার আগেই ক্লাবকে সেরা অবস্থানে এনে দিতে চান বার্তামেউ।

তিনি বলেন, “আমার সময় আর দুই মৌসুম পর শেষ হবে। সুতরাং ক্লাবকে দারুণ অবস্থানে এনেই আমার যাওয়া প্রয়োজন যাতে আমি নতুন সভাপতিকে বলতে পারি এটা আমাদের উত্তরাধিকার।”