বিপর্যয় কাটিয়ে বড় টার্গেট ভারতের

ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের পঞ্চম ম্যাচে আজ মুখোমুখি হয়েছে দল দুটি। আর এই ম্যাচে প্রথমে ব্যাটিং করে নিউজিল্যান্ডকে ২৫৩ রানের টার্গেট দিয়েছে ভারত।

এদিন প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্র ১৮ রানেই ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে ভারত। রোহিত ২, ধাওয়ান ৬, গিল ৭ ও ধোনি আউট হন ১ রান করেই।

এরপরই ৯৮ রানের এক জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন আম্বাতি রাইডু ও ভিজয় শঙ্কর। দলীয় ১১৬ রানের মাথায় ৪৫ রান করে ভিজয় শঙ্কর আউট হলে ভাঙে এই জুটি।

এরপর কেদার যাদবকে সাথে নিয়ে আরেকটি দারুণ জুটি উপহার দেন রাইডু। এই জুটিতে আসে ৭৪ রান। তবে সেঞ্চুরি থেকে মাত্র ১০ রান দূরে থাকতে হেনরির বলে রাইডু আউট হলে ভাঙে এই জুটি।

এরপর কেদার যাদবও আউট হয়ে যান দ্রুতই। দলীয় ২০৩ রানের মাথায় ব্যক্তিগত ৩৪ রান করে আউট হন তিনি।

কেদারের আউট হওয়ার পর ব্যাটিং ঝড় তোলেন হার্ডিক পান্ডে। মাত্র ২২ বলে ৪৫ রানের এক ঝড়ো ইনিংস খেলে ভারতের রানকে ২৫২তে পৌছে দেন এই অলরাউন্ডার।