বিপিএলের ইতিহাসে সবাইকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় সাকিব

আগামীকাল শুক্রবার (৮ই ফেব্রুয়ারি) ফাইনাল দিয়ে পর্দা নামবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের। এবারের ফাইনালে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডায়নামাইটস। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাতটায়।

আর এই ম্যাচে দারুণ এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান। দেশ সেরা এই অলরাউন্ডারের সামনে সবাইকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ অপেক্ষা করছে। কুমিল্লার বিপক্ষে ফাইনালে আর মাত্র একটি উইকেট শিকার করতে পারলেই বিপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে যাবেন সাকিব।

চলতি বিপিএলে এখন পর্যন্ত ১৪টি ম্যাচ খেলে ২২টি উইকেট শিকার করেছেন সাকিব। ২০১৭ সালের বিপিএলেও সাকিব ২২টি উইকেট শিকার করেছিলেন। এর আগে ২০১৫ সালের বিপিএল আসরে বরিশাল বুলসের হয়ে ২২ উইকেট শিকার করেছিলেন ক্যারিবিয়ান পেসার কেভিন কুপার।

চলতি বিপিএলে সাকিবের পাশাপাশি ২২ উইকেট শিকার করেছেন রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও সিলেট সিক্সার্সের পেসার তাসকিন। কিন্তু তাদের দল বিপিএল থেকে বাদ পড়ায় তাদের সামনে এই সুযোগ নেই।