বিপিএলের প্লে-অফ পর্বের ম্যাচের টিকেটের মূল্য পরিবর্তন

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গ্রুপপর্বের ম্যাচগুলো এরই মধ্যে শেষ হয়েছে। এরই মধ্যে প্লে-অফ পর্ব নিশ্চিত করেছে রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চিটাগং ভাইকিংস।

আগামীকাল প্লে-অফের এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে ঢাকা-চিটাগং এবং প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে রংপুর ও কুমিল্লা। আর প্লে-অফ পর্বের ম্যাচগুলোর টিকিটের মূল্যে পরিবর্তন এনেছে বিপিএল কর্তৃপক্ষ।

আগের মূল্যের চেয়ে শুধু দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচের টিকেটের দাম কমানো হয়েছে। অন্যদিকে ফাইনালসহ প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটরের ম্যাচের টিকিটের মূল্য বাড়ানো হয়েছে।

এক নজরে বিপিএল টিকেটের নতুন মূল্য তালিকাঃ

প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটরঃ

১। পূর্ব গ্যালারি- ৩০০ টাকা।
২। সাউদার্ন/ নর্দান স্ট্যান্ড (শেড)- ৪০০ টাকা।
৩। ক্লাব হাউজ (শহীদ মুশতাক এবং জুয়েল স্ট্যান্ড)- ৭০০ টাকা।
৪। ভিআইপি স্ট্যান্ড- ৭০০ টাকা।
৫। গ্র্যান্ড স্ট্যান্ড- ৪,০০০ টাকা।

দ্বিতীয় কোয়ালিফায়ারঃ

১। পূর্ব গ্যালারি- ১০০ টাকা।
২। সাউদার্ন/ নর্দান স্ট্যান্ড (শেড)- ১৫০ টাকা।
৩। ক্লাব হাউজ (শহীদ মুশতাক এবং জুয়েল স্ট্যান্ড)- ৩০০ টাকা।
৪। ভিআইপি স্ট্যান্ড- ৩০০ টাকা।
৫। গ্র্যান্ড স্ট্যান্ড- ১০০০ টাকা।

ফাইনাল ম্যাচঃ

১। পূর্ব গ্যালারি- ৪০০ টাকা।
২। সাউদার্ন/ নর্দান স্ট্যান্ড (শেড)- ৫০০ টাকা।
৩। ক্লাব হাউজ (শহীদ মুশতাক এবং জুয়েল স্ট্যান্ড)- ১০০০ টাকা।
৪। ভিআইপি স্ট্যান্ড- ১০০০ টাকা।
৫। গ্র্যান্ড স্ট্যান্ড- ৪০০০ টাকা।